Обзор
- Голоса:
Подпишись на RSS-ленту исполнителя Tahsan чтобы получать новые тексты песен и последние новости.
Tahsan - Текст песни Megher Pore
বুঝিনি এত টুকু তোমাকে
হারিয়েছিলাম স্বপ্নের ঘোরে,
কতটা পথ ঘুরে এসেছি
তুমি বন্ধু আমার ছিলে পাশে,
মেঘের পরে আলোর ভিড়ে
তুমিই প্রথম চেয়েছিলে,
বুঝিনি আমি তোমাকে দেখে
রেখেছ যে কত মায়াতে....
Tahsan - Megher Pore - http://ru.motolyrics.com/tahsan/megher-pore-lyrics.html
বুঝতে দাও নি কেন আমাকে
সাজিয়েছ যা হৃদয়ে,
ছায়া হয়ে ছিলে পাশে
বল কি করে যাব তোমায় রেখে,
মেঘের পরে আলোর ভিড়ে
তুমিই প্রথম চেয়েছিলে,
বুঝিনি আমি তোমাকে দেখে
রেখেছ যে কত মায়াতে....