Nick Drake
Nick Drake

Tomorrow is Such a Long Time перевод на Бенгальский

Текст песни

Nick Drake - Tomorrow is Such a Long Time

If today were not an endless highway
If tonight were not a crooked trail
If tomorrow weren't such a long time
Then lonesome would mean nothing to me at all

And only if my own true love were waiting for me
And if I could hear her heart softly pounding
If only she was lying by me
Then I'd lie in my bed once again

I can't see my reflection in the water
Can't speak the sounds that show no pain
I can't hear the echo of my footsteps
Can't remember the sound of my own name
Nick Drake - Tomorrow is Such a Long Time - http://ru.motolyrics.com/nick-drake/tomorrow-is-such-a-long-time-lyrics-bengali-translation.html
And only if my own true love were waiting for me
And if I could hear he heart softly pounding
If only she was lying by me
Then I'd lie in my bed once again

There's beauty in the silver, singing river
There's beauty in the sunrise in the sky
None of these and nothing else can touch the beauty
That I remember in my true love's eyes

And only if my own true love were waiting for me
And if I could hear he heart softly pounding
If only she was lying by me
And she could lie in my bed once again

Бенгальский перевод

Nick Drake - 'Agamikal' Ashte Onek Deri ('আগামীকাল' আসতে অনেক দেরি) (Бенгальский перевод)

যদি 'আজ' সুদীর্ঘ রাজপথ না হতো,
যদি 'আজ রাত' দুর্গম রাস্তা না হতো,
যদি 'আগামীকাল' আসতে এতো বেশি সময় না লাগতো,
তবে একাকীত্বের কোনো মানে থাকতোনা।

হ্যাঁ, আর কেবল যদি আমার সত্যিকারের প্রেম অপেক্ষায় থাকতো,
হ্যাঁ, আর কেবল যদি আমি তার কোমল হৃদস্পন্দন শুনতে পারতাম,
কেবল যদি সে আমার পাশে শুয়ে থাকতো,
তবে আমি আরেকবার আমার বিছানায় শুতাম।

আমি পানিতে আমার প্রতিবিম্ব দেখতে পাইনা,
আমি ব্যথাহীন কোনো কথা বলতে পারিনা,
আমার পায়ের শব্দ শুনতে পাইনা,
আমার নামটা শুনতে কেমন তাও ভুলে গেছি।

হ্যাঁ, আর কেবল যদি আমার সত্যিকারের প্রেম অপেক্ষায় থাকতো,Nick Drake - Tomorrow is Such a Long Time - http://ru.motolyrics.com/nick-drake/tomorrow-is-such-a-long-time-lyrics-bengali-translation.html
হ্যাঁ, আর কেবল যদি আমি তার কোমল হৃদস্পন্দন শুনতে পারতাম,
কেবল যদি সে আমার পাশে শুয়ে থাকতো,
তবে আমি আরেকবার আমার বিছানায় শুতাম।

গেয়ে চলা রূপোলি নদীর সউন্দর্য্য আছে,
আকাশে সূর্যোদয়ের সউন্দর্য্য আছে,
কিন্তু এগুলো বা অন্য কোনোকিছুর সাথে তুলনা হয়না
আমার ভালবাসার মানুষটার চোখে যে সউন্দর্য্য আছে।

হ্যাঁ, আর কেবল যদি আমার সত্যিকারের প্রেম অপেক্ষায় থাকতো,
হ্যাঁ, আর কেবল যদি আমি তার কোমল হৃদস্পন্দন শুনতে পারতাম,
কেবল যদি সে আমার পাশে শুয়ে থাকতো,
তবে আমি আরেকবার আমার বিছানায় শুতাম।

Оставить комментарий

Что вы думаете о песне "Tomorrow is Such a Long Time"? Напишите ваш комментарий.